
বিপিএল খেলা সবাই দেখেই থাকেন আর যারা জানেন না বিপিএল কি? তাদেরকে একটু সংক্ষিপ্তভাবে পরিচয় করিয়ে দেই আসলে বিপিএল কি। বিপিএল এর পূর্ণর বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এটি একটিমাত্র বাংলাদেশের ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট। বিপিএলে বাংলাদেশের ক্রিকেটার এবং বাইরের দেশের ক্রিকেটার উভয় খেলে থাকেন। এই টুর্নামেন্টে বিশেষ করে ওস্টেন্ডিজ শ্রীলংকা পাকিস্তানী প্লেয়াররা বেশি খেলে থাকেন।
কিছু ক্ষেত্রে আমরা দেখতে পারি যে ইংল্যান্ড,নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া আন্ডার ১৯ এর প্লেয়ার নেয়া হয়ে থাকে। বিপিএল খেলা শুরু হয় ২০১৭ সাল থেকে এবং সর্বশেষ বিপিএল এর আসর ছিল ২০২৩। আবারো ২০২৪ সালে নতুন করে বিপিএল ১০ তম আসর নিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবারের বিপিএল ২০২৪ শুরু হয় জানুয়ারি মাসের ১৯ তারিখ থেকে এবং অনেকগুলো প্রায় ম্যাচ খেলা হয়েছে প্রায় দশটার মধ্যে ম্যাচ শেষ হয়ে গিয়েছে।
কিন্তু তারপরও অনেকের মনে অনেক প্রশ্ন এখনো জাগে যেমন অনেকে এখনো জানেন না কোন কোনটি মেয়ে এবারের বিপিএল ২৪ আসরে আছে এবং এই টিমে কোন কোন প্লেয়ার খেলছেন।
অনেকে বিপিএল ২৪ খেলা দেখতে যেতে চান। কিন্তু তারা জানেন না বিপিএলের টিকিটের দাম কত? আমার জানেন না বিপিএল এর ম্যাচগুলো কখন কখন হয়ে থাকে? অনেকে বিপিএলের স্কোর জানতে চান? সবচেয়ে বড় সমস্যা হলো যে আপনারা ভেবে থেকে আমরা মোবাইল দিয়ে বিপিএল ২০২৪ কিভাবে দেখব?
এসবের প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই নিবন্ধনটি লেখা হয়েছে। সব কিছু জানতে চাইলে নিবন্ধনটি সম্পূর্ণ পড়ুন। চলুন শুরু করা যাক,
বিপিএল ২০২৪ সংক্ষিপ্ত পরিচয়
বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের অভাব নেই। তাই বাংলাদেশের খেলা গুলোর মধ্যে ক্রিকেট একটি জনপ্রিয় খেলা। বেশিরভাগ সময় দেখা যায় বাংলাদেশ ফুটবলের চেয়ে ক্রিকেটের প্রেমীদের সংখ্যা বেশি। আর হবে না কেন বাংলাদেশ ক্রিকেট দিয়ে অনেক এগিয়ে আছে ফুটবলের চেয়ে। তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড ২০২৪ সালে আবারও বিপিএল ২৪ বা বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৪ ক্রিকেট টুর্নামেন্ট নিয়ে এসেছে।
আসরের নাম: BPL 24
ফরম্যাট : টি-টোয়েন্টি
আয়োজক : বাংলাদেশ
দল সংখ্যা : সাতটি
ওয়েবসাইট : https://bplt20.com.bd
বিপিএল ২০২৪ ভেন্যু
এবার বিপিএল ২০২৪ আসরে তিনটি ফেনী প্রস্তুত করা হয়েছে। তিনটি অবস্থান হচ্ছে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট। সবাই এই তিনটি বিভাগের সবচেয়ে জনপ্রিয় স্টেডিয়াম গুলো জানেন তারপরও নিচে দিয়ে দেয়া হলো ইন্ডিভিজ নাম।
১.শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
২.জহুর আহমেদ ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রাম
৩.সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট
বিপিএল ২০২৪ এর দল সংখ্যা
এবার বিপিএল ২০২৪ আসরে মোট সাতটি দল খেলতে যাচ্ছি। আগের মত এবারেও থাকছে না রাজশাহী। খেলছে রংপুর, ঢাকা, সিলেট, কুমিল্লা, খুলনা, চট্টগ্রাম, বরিশাল।
দলগুলার নাম নিচে দেওয়া হল :
১.রংপুর রাইডার্স
২.ঢাকা দুর্দান্ত
৩.সিলেট স্ট্রাইকার্স
৪.কুমিল্লা ভিক্টোরিয়ান্স
৫.খুলনা টাইগার
৬.চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
৭.ফর্চুন বরিশাল
বিপিএল ২০২৪ দল তালিকা
বিপিএল ২০২৪ কি কোন দলে? এটা সবারই মাথায় আস্তে পারে। বিপিএল ২০২৪ এ এবার রংপুর রাইডারসে খেলছেন সাকিব আল হাসান। এবং অনেক দেশি-বিদেশি প্লেয়ার অনেকে আগে প্লেয়ারই ধরে রেখেছেন এবং অনেকে নতুন করে যোগদান করিয়েছেন। নিচে বিপিএল ২৪ স্কোয়াড সম্পর্কে দেওয়া হল :
বিপিএল ২০২৪ রংপুর স্কোয়াড
ধারণ এবং সরাসরি স্বাক্ষর:
নুরুল হাসান, মাহেদী হাসান, হাসান মাহমুদ, আজমতুল্লাহ ওমরজাই, নিকোলাস পুরান, সাকিব আল হাসান, বাবর আজম, ইহসানুল্লাহ, মাথিশা পাথিরানা, ব্র্যান্ডন কিং এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা।
ড্রাফট থেকে: রনি তালুকদার, শামীম হোসেন, রিপন মণ্ডল, হাসান মোরাদ, মাইকেল রিপন, ইয়াসির মোহাম্মদ, আবু হিদার রনি, ফজলে রাব্বি ও আশিকুজ্জামান।
বিপিএল ২০২৪ প্লেয়ার লিস্ট বরিশাল
ধারণ এবং সরাসরি স্বাক্ষর:
মাহমুদউল্লাহ, মেহেদি হাসান মিরাজ, খালেদ আহমেদ, ইব্রাহিম জাদরান, তামিম ইকবাল, শোয়েব মালিক, পল স্টার্লিং, ফখর জামান, মোহাম্মদ আমির, আব্বাস আফ্রিদি এবং দুনিথ ওয়েললাগে।
ড্রাফট থেকে: মুশফিকুর রহিম, রকিবুল হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, সৌম্য সরকার, ইয়ানিক ক্যারিয়া, কামরুল ইসলাম রাব্বি, প্রীতম কুমার, তাইজুল ইসলাম, প্রান্তিক নওরোজ নাবিল এবং দিনেশ চান্দিমাল।
বিপিএল ২০২৪ ঢাকা স্কোয়াড
ধারণ এবং সরাসরি স্বাক্ষর:
তাসকিন আহমেদ, আরাফাত সানি, শরিফুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, চথুরাঙ্গা ডি সিলভা, উসমান কাদির ও সাইম আইয়ুব।
ড্রাফট থেকে: সাইফ হাসান, ইরফান শুক্কুর, আলাউদ্দিন বাবু, এস এম মেহেরব হাসান, লাহিরু সামারাকুন, সাদিরা সামারাবিক্রমা, মোহাম্মদ নাইম, সাব্বির হোসেন এবং জসিমউদ্দিন।
বিপিএল ২০২৪ কুমিল্লা স্কোয়াড
ধারণ এবং সরাসরি স্বাক্ষর:
তৌহিদ হৃদয়, মঈন আলী, আন্দ্রে রাসেল, ইফতিখার আহমেদ, জামান খান, খুশদিল শাহ, জনসন চার্লস, নূর আহমেদ, লিটন দাস, মুস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, সুনীল নারিন, মোহাম্মদ রিজওয়ান,নাসিম শাহ এবং রশিদ খান।
ড্রাফট থেকে: রাহকিম কর্নওয়াল, ম্যাথিউ ফোর্ড, ইমরুল কায়েস, মুশফিক হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, জাকের আলী, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন,আনামুল হক।
বিপিএল ২০২৪ সিলেট স্কোয়াড
ধারণ এবং সরাসরি স্বাক্ষর:
তানজিম হাসান সাকিব, নাজমুল হোসেন শান্ত, রায়ান বার্ল,মাশরাফি মুর্তজা, জাকির হাসান, বেন কাটিং ও হ্যারি টেক্টর।
ড্রাফট থেকে: মোহাম্মদ মিঠুন, রেজাউর রহমান রাজা, আরিফুল হক, ইয়াসির আলী, রিচার্ড নাগারভা, দুশান হেমন্ত, নাজমুল ইসলাম অপু, শফিকুল ইসলাম, নাঈম হাসান, জাওয়াদ মোহাম্মদ ও সালমান হোসেন।
বিপিএল ২০২৪ চট্টগ্রাম স্কোয়াড
ধারণ এবং সরাসরি স্বাক্ষর:
শুভাগত হোম,, নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ হাসনাইন জিয়াউর রহমান, নিহাদুজ্জামান, শহিদুল ইসলাম, মোহাম্মদ হারিস এবং স্টিফেন এস্কিনাজি।
ড্রাফট থেকে: ইমরানুজ্জামান,কার্টিস ক্যাম্পার, বিলাল খান, তানজিদ হাসান, আল-আমিন হোসেন, শৈকত আলী,শাহাদাত হোসেন ও সালাহউদ্দিন শাকিল।
বিপিএল ২০২৪ খুলনা স্কোয়াড
ধারণ এবং সরাসরি স্বাক্ষর:
এভিন লুইস, ফাহিম আশরাফ, ধনঞ্জয়া ডি সিলভা, শাই হোপ,নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, আনামুল হকএবং মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।
ড্রাফট থেকে: আফিফ হোসেন, রুবেল হোসেন, পারভেজ হোসেন ইমন, হাবিবুর রহমান সোহান, কাসুন রাজিথা, দাসুন শানাকা, মুকিদুল ইসলাম, আকবর আলী ও সুমন খান।
বিপিএল ২০২৩ এর চ্যাম্পিয়ন ছিল কুমিল্লা ভিক্টোরিয়াস।
আরো পড়ুন :
বিপিএল ২০২৪ এর খেলার সময় সূচি
বিপিএল ২০২৪ এর কোন খেলা কখন হবে এবং আপনি কিভাবে দেখবেন? বিপিএলের খেলার স্কোর ফ্রি তে এবং কোন ম্যাচ কখন হচ্ছে তা দেখতে নিচের লিংকে ক্লিক করুন: ভিজিট
বিপিএল ২০২৪ পয়েন্ট টেবিল
এবার বিপিএল ২০২৪ আসরের সব আন্তর্জাতিক নিয়মে পয়েন্ট টেবিল দুইটি করে ম্যাচ হবে ম্যাজিকলে দুই পয়েন্ট পাবে ম্যাচ যদি ড্র হয় তাহলে একটি পয়েন্ট এবং ম্যাচ হারলে 0. পাবে আপনারা যদি দেখতে চান যে কি কত পয়েন্ট এবং কি কোন নাম্বারে এবং কতটি ম্যাচ জিতেছে তাহলে এটি ভিজিট করুন : ভিজিট
বিপিএল ২০২৪ টিকেট মূল্য
অনেকেই বিপিএল ২০২৪ খেলা স্টেডিয়াম যে দেখতে চান, কিন্তু অনেকে জানে না যে টিকিটের প্রাইস বা মূল্য কত? এ সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানবো। এবং এই বিপিএল আসরে তিনটি ভেন্যু নির্বাচন করা আছে এই তিনটি ভেন্যুতে সব খেলা অনুষ্ঠিত হবে।
বিভিন্ন ভেনু অনুযায়ী স্টেডিয়ামের টিকিটের মূল্য আলাদা আলাদা। কোন স্টেডিয়ামের মূল্য কেমন এবং স্ট্যান্ডার্ড প্যাকেজ বা এমনি প্যাকেজের মরলে কেমন ভেন্যু হিসেবে নিচে উল্লেখ করা হলো:
১.মিরপুর স্টেডিয়াম টিকিট মূল্য
মিরপুর স্টেডিয়ামের টিকিটের মূল্য নিচের ছবিতে দেয়া হলো আপনারা দেখুন।
২.সিলেট স্টুডিয়াম টিকিট মূল্য
সিলেট স্টেডিয়ামের টিকিট মূল্য নিচের ছবিটা দেয়া হলো আপনারা দেখুন।
৩.চট্টগ্রাম স্টেডিয়াম টিকিট মূল্য
চট্টগ্রাম স্টেডিয়ামের টিকিট মূল্যের নিচে দেয়া হলো আপনারা দেখুন।
বিপিএল ২০২৪ লাইভ দেখার উপায়
বিপিএল ২০২৪ আপনার লাইভ দেখতে হলে অবশ্যই আপনাদের বাংলাদেশ এবং বাইরের কিছু চ্যালেঞ্জ আছে সেখানে আপনারা দেখতে পারেন। যেমন আমাদের টি স্পোর্টস গাজী টিভি, মাছরাঙ্গা। বাইরের দেশে বিভিন্ন টিভি চ্যানেল আছে যেখানে আপনারা ২০২৪ খেলাটি দেখতে পারবেন লাইভে। এখন আপনাদের অনেকের মানুষ অসুস্থ আসতে পারে আমাদের হাতে তো মোবাইল আছে আমরা মোবাইলে কিভাবে খেলা দেখব লাইভ?
আপনার রেভিডি হলদে সাবস্ক্রিপশন কিনে খেলা দেখতে পারেন লাইভ।
এবং বিভিন্ন ধরনের অ্যাপস আপনাদের সাবস্ক্রিপশনের মাধ্যমে লাইফ দেখাতে সাহায্য করবে ওই অ্যাপসগুলোতে আপনারা দেখতে পারেন।
বিপিএল ২০২৪ খেলা লাইভ ফ্রি দেখার উপায়
আপনাদের মনে অগ্নি প্রশ্নতে আমার ফোনে মেগাবাইট আছে কিন্তু আমি ফ্রিতে কিভাবে লাইভ দেখবো? তাহলে আপনি বিভিন্ন বিডিআইএক্স সার্ভার থেকে আপনারা ফ্রিতে লাইভ দেখতে পারবেন নিচে কতগুলো সার্ভারের লিংক দিয়ে দেয়া হলো :
1.Bdix Tv
2.Eboxtv
এবং চাইলে কিংগো বিডি অ্যাপসটি নামিয়ে সেখান থেকেও দেখতে পারেন।
উপসংহার :
আমাদের নিবন্ধনটি পড়ে যদি আপনার কোন উপকারে আসে। অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং এরকম নিবন্ধন আরো পড়তে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করবেন। এবং সম্পূর্ণ নিবন্ধনটি বা আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আমি ক্রিকেটের বড় ফ্যান, খুব ভালো লাগে খেলা। আপনাকে অশেষ ধন্যবাদ সময়সূচি দেবার জন্য।
Sohobanglait এর পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ।
Nice post