টেক জ্ঞানব্লগিং

ব্লগ সাইট এ এডসেন্স পাওয়ার সহজ উপায়

 ব্লগ সাইট এ এডসেন্স পাওয়ার সহজ উপায়

এডসেন্স

 

 

আপনি যদি নিউ ব্লগার/beginner /,পুরাতন ব্লগার হয়ে থাকেন কিন্তু আপনারা সাইট এ আপনি গুগুল এডসেন্স পাচ্ছেন না, তাহলে আপনাদের কয়েটি ধাপ/tips মানতে/follow করতে হবে।  আপনি যদি গুগুল এডসেন্স পেতে চান তাহলে, এই পোস্ট তাদের জন্য এই পোস্ট ভালো করে পড়ুন।

 

মূল বিষয় এ আসা যাক………………………

 

আপনাদের যে যে বিষয় মানতে৷ তা নিচে দেওয়া হলোঃ

 

১/একটি সাইট থাকতে হবে।

২/সাইট এ ভালো থিম ব্যবহার করে হবে।

৩/সাইট এডসেন্স ফেন্ডলি থাকতে হবে।

৪/সাইট ভালো করে  কাজটোমাইজ করতে হবে।

৫/সাইট এ about/contact us/ teams & Conditions / privacy policy /disclaimer /sitemap পেজ থাকতে হবে।

৬/সাইট এ copy/ paste কর্ যাবে না।

৭/সাইট সময় uniqe পোস্ট করতে হবে।

৮/পোস্ট uniqe কি না তার জন্য চেক করতে হবে।

 

সব বিষয় এর বননা দেওয়া হলো নিচে,””

১/একটি সাইট থাকতে হবে।

 

একটি সাইট মানে আপনার একটি ব্লগার এ বা ওয়াডপ্রেস সাইট লাগবে।তাহলে আপনারা আয় করতে পারবেন গুগুল থেকে তা প্রথম ধাপে আপনাদের একটা সাইট লাগবে।

 

২/সাইট এ ভালো থিম ব্যবহার করে হবে।

 

আপনার সাইট সুন্দর না বা profisonal বানাতে আপনাদের একটি ব্লগার বা ওয়াডপ্রেস থিম লাগবে যা দিয়ে আপনার সাইট একটি পোফেশোনাল সাইট লাগবে। তাই দ্বিতীয় ধাপে আপনাকে একটি ভালো থিম নির্বাচন করতে হবে।

 

৩/সাইট এডসেন্স ফেন্ডলি থাকতে হবে।

 

আপনি যে থিম ব্যবহার করবেন অবশ্যই খেয়াল রাখবেন যেন এডসেন্স ফেন্ডলি থাকে। কারণ সাইট এ এডসেন্স পাওয়ার জন্য আপনাকে এই বিষয়টি খেয়াল রাখতে হবে। আপনদের তৃতীয় ধাপে এই বিষয়টি খেয়্ল রাখতে হবে।

 

৪/সাইট ভালো করে  কাজটোমাইজ করতে হবে

 

আপনার সাইট এ থিম দিলেন, থিম এডসেন্স ফেন্ডলি, কিন্তু আপনার সাইট কাজটোমাইজ নয়, তাহলে দেখতে খারাপ লাগবে। তাই আপনার সাইট ভালো ভাবে কাজটোমাইজ করতে হবে। আপনার যারা নতুন তারা ইউটিউব থেকে দেখে নিতে পারবেন। ইউটিবে অনেক ভিডিও আছে এ সম্পর্কে। আপনদের চতুর্থ ধাপে এই বিষয় গুলো রাখতে হবে।

৫/সাইট এ about/contact us/ teams & Conditions / privacy policy /disclaimer /sitemap পেজ থাকতে হবে।

 

আপনাদের সাইট এ অবশ্যই about/contact us/ teams & Conditions / privacy policy /disclaimer /sitemap পেজ থাকতে হবে। একটি সাইট এর জন্য এ বিষয় গুলো খুব গুরুত্বপূর্ণ। এগুলো না সঠিক ভাবে না থাকে এডসেন্স পাবেন না। তাই সঠিক নিয়ম এ করুন।

আপনার contact us/ teams & Conditions / privacy policy /disclaimer /sitemap এই পেজ গুলো আপনার খুব সহজে বানাতে পারবেন।কিন্তু about us পেজ আপনাকে নিজের সম্পর্কে বানাতে হবে।

আরো পড়ুন :

৬/সাইট এ copy/ paste করা যাবে না।

 

আপনাদের সাইট এ copy& paste করা যাবে না।কারণ অনের পোস্ট চুরি করলে আপনারা এডসেন্স পাবেন না। তাই আপনারা copy & paste করা থেকে বিরত থাকুন।কোনো কিছুই Copy করা যাবে না।

 

৭/সাইট সব সময় uniqe পোস্ট করতে হবে।

 

আপনার সাইট এ আপনি নিজে পোস্ট করবেন এটা সাবাভিক। কিন্তু একটা বিষয় বলতাশি কোনো সাইট থেকে পোস্ট copy করবেন না।

 

৮/পোস্ট uniqe কি না তার জন্য চেক করতে হবে।

 

সব সময় পোস্ট বানবনোর পর ওটা Check করতে হবে। পোস্ট check না থাকলে আপনি বোঝতে পারবেন না যে পোস্ট টা uniqe  কি না তাই পোস্ট করার আগে সব সময় চেক করতে হবে।

এটা গুগুল এডসেন্স পাওয়া সকল ধাপ দেওয়া হয়েছে। এগুলো ফোলো করলে অবশ্যই এডসেন্স পাবেন।।

 

ধন্যবাদ সবাইকে।।।।,,,,,,,,

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker