ভাটিয়ারি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও এর স্কুল শাখায় ২০২৫ সালের জন্য বিভিন্ন পদে জনবল নিয়োগ দেওয়া হবে। যারা শিক্ষা খাতে একটি সম্মানজনক প্রতিষ্ঠানে কাজ করতে আগ্রহী, তাদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ।
চলুন জেনে নিই এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য।
প্রতিষ্ঠান পরিচিতি
ভাটিয়ারি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (BCPSC) চট্টগ্রামের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান। এটি বাংলাদেশ সেনাবাহিনী নিয়ন্ত্রিত একটি শিক্ষাবান্ধব প্রতিষ্ঠান যেখানে শিক্ষার মান, শৃঙ্খলা ও নৈতিকতা সর্বোচ্চ গুরুত্ব পায়
নিয়োগকৃত পদসমূহ ও যোগ্যতা
নিম্নে সকল পদের তালিকা ও প্রার্থীদের জন্য নির্ধারিত যোগ্যতার সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হলো:
ক্রমিক | পদের নাম | আবেদন ফি | অতিরিক্ত যোগ্যতা |
১ | সহকারী শিক্ষক (ইংরেজি) | ৭০০ টাকা | ইংরেজিতে পারদর্শিতা, ক্লাস নিতে সক্ষম |
২ | সহকারী শিক্ষক (গণিত) | ৫০০ টাকা | ইংরেজি ও বাংলা ভার্সনে ক্লাস নিতে সক্ষম |
৩ | সহকারী শিক্ষক (বিজ্ঞান) | ৫০০ টাকা | প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর |
৪ | সহকারী শিক্ষক (বাংলা) | ৫০০ টাকা | বাংলা বিষয়ে দক্ষতা |
৫ | সহকারী শিক্ষক (ইসলাম শিক্ষা) | ৫০০ টাকা | ইসলামি বিষয়ে গভীর জ্ঞান |
৬ | অফিস সহকারী | ৩০০ টাকা | এসএসসি পাস |
৭ | হিসাব সহকারী | ৩০০ টাকা | একাউন্টিং বিষয়ে দক্ষতা |
৮ | কম্পিউটার অপারেটর | ৩০০ টাকা | কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ |
৯ | ল্যাব সহকারী | ৩০০ টাকা | বিজ্ঞান ল্যাবে অভিজ্ঞতা |
১ থেকে ৫ নং পদে আবেদনকারীদের ক্ষেত্রে শিক্ষা জীবনে কোন স্তরে ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।
বিশেষ নির্দেশনা
১ থেকে ৫ নং পদের জন্য প্রার্থীদের:
- ইংরেজিতে লিখতে ও বলতে পারদর্শী হতে হবে।
- বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমে পাঠদান করার সক্ষমতা থাকতে হবে।
- শিক্ষা জীবনের কোনো স্তরে ৩য় বিভাগ গ্রহণযোগ্য নয়।
- অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদন ফি (অফেরতযোগ্য) প্রদান করতে হবে SSLCOMMERZ Gateway-এর মাধ্যমে।
আবেদন ফি অনুযায়ী পদ বিভাজন:
- ৭০০ টাকা: শুধুমাত্র ১ নং পদে আবেদনকারীদের জন্য
- ৫০০ টাকা: ২-৫ নং পদে আবেদনকারীদের জন্য
- ৩০০ টাকা: ৬-৯ নং পদে আবেদনকারীদের জন্য
আবেদন সময়সূচি
সময়সূচি | তারিখ |
আবেদন শুরুর তারিখ | ০২ জুন ২০২৫ |
আবেদন শেষ তারিখ | ২১ জুন ২০২৫ |
অনলাইন আবেদন প্রক্রিয়া
আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। নিচের ধাপগুলো অনুসরণ করে আপনি সহজেই আবেদন করতে পারবেন:
প্রথমে প্রবেশ করুন:
Apply Now
অফিশিয়াল বিজ্ঞপ্তি ও বিস্তারিত তথ্য জানতে নিচে