এসএসসি রেজাল্ট চেক ২০২৪ | SSC Result Check 24

হ্যালো শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা তোমাদের এসএসসি রেজাল্ট চেক করবে । আমাদের দেখার নিয়মে 11 টি বোর্ডের যেকোনো সালের এসএসসি রেজাল্ট তোমরা দেখতে পারবে ।
এ পোস্টটি আপনি ওপেন করেছেন কারণ আপনি জানেন না কিভাবে এসএসসি ২০২৪ এর রেজাল্ট দেখতে হয় বা কিভাবে চেক করতে হয় এবং কিভাবে চেক করতে হয় এগুলো জানার জন্যই আপনি এই পোস্টে ক্লিক করেছেন।
এসএসসি রেজাল্ট চেক ২০২৪ | SSC Result Check 24
এই আর্টিকেলটি যদি আপনি সম্পূর্ণ করেন তাহলে আপনি জানতে পারবেন কিভাবে আপনি আপনার অথবা আপনার ছেলে অথবা মেয়ে বা আপনার আত্মীয়-স্বজনের কোন ছেলে মেয়ের এসএসসি ২০২৪ পরীক্ষার রেজাল্ট কিভাবে দেখতে হয় তা সম্পর্কে আপনি জানতে পারবেন।
আর্টিকেলটা যদি আপনি সম্পূর্ণ করেন তাহলে আপনি এসএসসি রেজাল্ট চেক 2024,এসএসসি রেজাল্ট চেক 2024,এসএসসি রেজাল্ট চেক 2024 bangladesh,এসএসসি রেজাল্ট চেক করার নিয়ম,এসএসসি রেজাল্ট চেক ২০২৩,এসএসসি রেজাল্ট চেক sms,এসএসসি রেজাল্ট চেক 2024,এসএসসি রেজাল্ট চেক অনলাইন,এসএসসি রেজাল্ট চেক ট২4,education board এসএসসি রেজাল্ট চেক,এসএসসি রেজাল্ট চেক 2024 কবে দিবে,এসএসসি রেজাল্ট চেক 2024,এসএসসি রেজাল্ট চেক,এসএসসি রেজাল্ট চেক 2024,এসএসসি রেজাল্ট চেক কুমিল্লা,রোল নাম্বার দিয়ে এসএসসি রেজাল্ট চেক,এসএসসি রেজাল্ট চেক 2024 রাজশাহী বোর্ড এই সম্পর্কে জানতে পারবেন।
২০২৪ সালের এসএসসি পরীক্ষা শেষ হয়েছে। ২০২৪ সালের এসএসসি পরীক্ষা শেষ হয়েছিল ২০ এ মার্চ। এবং দুই মাস পর মে মাসের ১২ তারিখে ফাইনালি এসএসসি পরীক্ষার রেজাল্টের ডিক্লারেশন এর ঘোষণা আসে আপনারা যা এই নোটিশ বা সরকারি ওয়েবসাইটের নোটিশ থেকে দেখতে পারবেন বা নিচে পিকটি দেখলেই বুঝতে পারবেন।
এক তথ্য থেকে জানা গিয়েছে যে এবার এসএসসি পরীক্ষার পাশের হার অনেক বেশি। এবং বিভিন্ন জেলায় বিভিন্ন রকম পাশে রাখা কিন্তু সব মিলে এবার এসএসসি পরীক্ষার পাশের অনেক ভালো। এখন মেন্ট অফিসে আসা যাক যে আপনারা কিভাবে এসএসসি ২০২৪ রেজাল্ট চেক করবেন।
কথা না বাড়িয়ে শুরু করা যাক।
1.Examination Selection
প্রথমে আপনাকে সরকারি ওয়েবসাইট যে ওয়েবসাইটে সব ধরনের রেজাল্ট চেক করা হয় সে ওয়েবসাইটটি তে ঢুকতে হবে বা আমরা নিচে লিংক দিয়ে দিচ্ছি লিংকে ক্লিক করলে সরাসরি ওয়েব সাইটে ঢুকে যাবে সে লিখতে ঢোকার পর আপনার এরকম ইন্টারপ্রাইজ শো করবে।
প্রথমে আপনার একটি অপশন আসবে সেখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন পরীক্ষার রেজাল্ট দেখতে চাচ্ছেন এইচএসসি না এইচএসসি বা দাখিল মাদ্রাসা এরকম অনেক টাইপের আসবে আপনারা সেখান থেকে এসএসসি এবং দাখিল সিলেক্ট করে দিবেন।
2.Year Selection
পরে আপনার একটু নিচেই দেখতে পারবেন যে আপনাদের যে সালে পরীক্ষা দিয়েছেন সেই সালে বা ওই ছাগলটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আপনারা ২০২৪ সালে পরীক্ষা দিয়েছেন তাই আপনারা ২০২৪ সিলেট করে দিবেন। এরপর নিচে থাকবি দেখুন।
3.Board Selection
তারপর আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন আপনি যে রংপুর বোর্ড হন তাহলে দিনাজপুর দিবেন আপনি যে রাজশাহী বোর্ড হন তাহলে রাজশাহী দিবেন আপনি যে ঢাকা ভর্তি পরীক্ষা দিয়ে থাকেন তাহলে ঢাকা বোর্ড দিবেন এবং আপনি বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন তাহলে অবশ্যই খুলনা বোর্ড সিলেক্ট করে দিবেন।
4.Roll Selection
আপনার নিজস্ব ভর্তি সিলেক্ট করে দেওয়ার পর আপনার কাছে চাবে আপনার রোল নাম্বারটি বা যে অপশনে রোল লেখা থাকে বেশি অপশনে সিম্পলে আপনাকে এডমিট কার্ড দেখে সেই রোলটি লিখে দিবেন। মনে করেন আমার টা হলো এত 123134456
আরো পড়ুন:
- Price Hike Paragraph For SSC & HSC in 150, 250 & 300 Words
- Top 10 college in Bangladesh 2024 | বাংলাদেশের সেরা 10 কলেজ
5.Reg No
রোলটি লিখে দেওয়ার পর আপনার নিচের অপশনে রেঞ্জ লেখা থাকবে মানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি এই অপশনটিতে দিতে হবে। আবারো রেজিস্ট্রেশন ফর্মটি দেখে রেজিস্ট্রেশন নাম্বারটি তুলে দেবেন মনে করেন আমার রেজিস্ট্রেশনটা এত আমি তুলে দিলাম পিকটি দেখে নিন।
6.Captcha Solve
তারপর আপনাকে একটি ক্যাপচা পূরণ করতে হবে বা একটি ম্যাথমেটিক্স সলভ করতে হবে যেখানে দিতে পারে সেভেন প্লাস রেট বা এইট প্লাস সেভেন এরকম কিছু ম্যাট থাকবে জাস্ট সেটা যোগ করে বা বিয়োগ করে আপনি এখানে বসিয়ে দেবেন।
আপনার বসে দেওয়া কমপ্লিট হলে সিম্পল এতে সাবমিট বাটনটি ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার রেজাল্টটি শো করবে। এখানে আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য ওয়ান টু থ্রি এরকম কিছু রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার নিয়েছে তাই আমার রেজাল্টটি শো করবে না বাট আপনারা যখনই ট্রাই করবেন আপনাদের রেজাল্টটি দেখাবে।
এসএসসি রেজাল্ট চেক
অবশ্য আপনাদের রেজাল্টটি পাবলিশ হবে ১২ই তারিখ সকাল দশটার সময় কিন্তু সার্ভারের উপর অনেক লোড থাকার কারণে আপনারা দেখতে পারবেন না অনেকেই তাই আপনারা বারবার ট্রাই করলে অবশ্যই একবার দেখতে দেখতে পারবেন। তাই কোন ভয়ের কারণ নেই বারবার ট্রাই করলে অবশ্যই একবার আপনার রেজাল্টটি খুব দ্রুত চলে আসবে।
আর যদি তা না করেন তাহলে সিম্পলে আমাদের ফেসবুক পেজে মেসেজ করে আপনার রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার ফোন নাম্বার এবং আপনার বইটি লিখে পাঠিয়ে দিবেন আমার সিমপ্লি দেখে আপনার মেসেজ করে দিব। অনেকেই সার্ভার লোডের কারণে অনেকে দেখতে পারেন না তাই আমাদেরকে দিলে আমরা খুব দ্রুত সাথে দেখিয়ে দিব।
এবং সব এসএসসি পরীক্ষার্থী যেন ভালো রেজাল্ট তার মন মত হয় এরকম আশা করি।
কেউ হতাশা হবেন না কারো রেজাল্ট যদি খারাপ হোক এটা কোন ফ্যাক্টরি না কারণ এসএসসিতে খারাপ হয়েছে সামনে আপনার বড় চ্যালেঞ্জ অপেক্ষা করতেছে তাই আপনার এই দুঃখ কষ্ট বাদ দিয়ে আপনি সামনের বড় চ্যালেঞ্জ টিকে ধরে আগান দেখবেন একসময় আপনি ভাল কিছু করতে পেরেছেন। তাই কারো মন মতো যদি রেজাল্ট না হয় কেউ মন খারাপ করবেন না কারণ আপনারা আর ছোট বাচ্চা নেই আপনার ইন্টার উঠে গেছেন বা এইচএসসি পরীক্ষা আপনাদের সামনে।
তাই আর কথা বলবো না তাই সব এসএসসি পরীক্ষা দিয়ে যেন রেজাল্ট কামনা করছি। কারণ সবারই ভুল হয়ে যেতে পারে তাই এই ভুল শুধরানোর একটি চান্স আছে তাইয়া তারা এটিকে আঁখির না রেখে তারা এগিয়ে যায় এবং সামনে ভালো করবে এই আশা করি আমরা। তাই কেউ যদি কারো রেজার মন মত না হয় মন খারাপ করবেন না এবং কোন খারাপ চিন্তা মাথায় নিয়ে আসবেন না।
একটা কথা মনে রাখবেন আল্লাহ যা করে সবার ভালোর জন্যই করে। এই আর্টিকেলটা যদি আপনারা আপনার রেজাল্টের একবার দুইদিন আগে পড়ে থাকেন তাহলে অবশ্যই আমি একটি কথা আপনাদের বলতে চাই বলছি আপনারা বেশি বেশি করে নামাজ পড়বেন এবং আল্লাহকে স্মরণ করবেন।
আজকের এই পোস্টটি পড়ার মাধ্যমে আপনারা শুধু এসএসসি ২০২৪ বোর্ডের রেজাল্ট দেখতে পারলেন না তার সাথে কিছু আপনার ভবিষ্যতে অনেক কাজে আসবে। তাই আপনি যে বোর্ড থেকে হোন না কেন ঢাকার আসে রংপুর কিংবা দিনাজপুর। এবং এই কথাটি মনে রাখবেন আপনি আপনার জননী বড় চ্যালে আসতেছি এগুলো কিছুই না।
শেষ কথা আমাদের পোস্টটি দিলে ভালো লেগে থাকা অবশ্যই আমাদের গুগল নিউজ একটি ফলো করে দেবেন এবং আমাদেরকে ফলো করে আমাদের সাথে থাকবেন এবং সম্পূর্ণ পোস্টগুলো সম্পূর্ণ পড়বেন এবং ভুল হয়ে থাকে সেগুলো কমেন্টে জানিয়ে দিলে আমরা পেলে ঠিক করে দেবো সেগুলো।এবং আপনারা আপনাদের রেজাল্ট শেয়ার করার জন্য #ssc24 এটি লিখে ফেসবুকে আপনার রেজাল্ট একটু পোস্ট করে দিতে পারে অথবা আমাদের ফেসবুক খুঁজে দিলে আমরা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করিয়ে দিব আমি আশা করি সবাই ভালো করবেন ইনশাআল্লাহ।
আজকের এই সম্পর্কে জানতে পারলেন। সম্পূর্ণ পোস্টটি করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।