টিপস এন্ড ট্রিকসটেক জ্ঞানটেক নিউজ

বাংলালিংক মিনিট চেক কোড ২০২৪ | Banglalink Minute Check Code

আজকে আর্টিকেলটি আপনারা সম্পূর্ণ পড়েন তাহলে আপনারা banglalink minute check,banglalink minute check code,banglalink minute check code free,Banglalink minute code এই সম্পর্কে জানতে পারবেন

Banglalink Minute Check Code 2024 | বাংলালিংক সিম মিনিট চেক কোড ২০২৪

আমাদের দেশে অনেক সিম কোম্পানি আছে। কিন্তু অনেক সিম কোম্পানি অনেক আগে থেকেই টেলিকম সেবা দিয়ে আসছে এবং বিগত কয়েক বছর আগে কিছু সিম কোম্পানি নতুন এসেছে। আমাদের দেশে যে সিম কোম্পানিগুলো দেখা যায় সে গুলো হচ্ছে গ্রামীন, বাংলালিংক, রবি, এয়ারটেল, টেলিটক। বহুল ব্যবহৃত সিম গুলোর মধ্যে বাংলালিংক অন্যতম। গ্রামীণফোনের মতই বাংলালিংক শুরুর দিক থেকে বাংলাদেশে টেলিকম সেবা দিয়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশের গ্রামীণফোন ব্যবহার করেন আবার অনেকে আছে টেলিটক। বেশি বা সময় ঢাকা থেকে ইউজ করা ব্যক্তির সংখ্যা বেশি। কিন্তু আমাদের যে বাংলাদেশের বহুল ব্যবহৃত দ্বিতীয় কোম্পানি সিম সেটি হচ্ছে বাংলালিংক।

 

অনেকে আছেন যারা জানেন না যে বাংলা লিংকের কিভাবে ব্যালেন্স চেক করতে হয় বা মিনিট চেক করতে হয়। কিভাবে মিনিট কিনতে হয় তাও তারা জানেন না। অনেক আছে যারা তাদের সিম কোম্পানি অ্যাপস দিয়ে মিনিট অথবা ব্যালেন্স এবং এগুলো চেক করে থাকেন অ্যাপসের মাধ্যমে।

আমাদের দেশের সবার ব্যালেন্স চেক করা এবং মিনিট কেনার কথা মনে থাকলেও বাংলালিংক সিমের মিনিট  চেক করা অনেকে জানেন না।

আর্টিকেলটা যদি আপনারা সম্পূর্ণ করেন তাহলে আপনারা কিভাবে বাংলালিংক ব্যালেন্স থেকে মিনিট কেনা পর্যন্ত করা যায় তা সম্পর্কে জানতে পারবে। এই আর্টিকেলটি  সম্পন্ন করলে আপনারা আরো জানতে পারবেন বাংলালিংক মিনিট কেনার নিয়ম, বাংলালিংক মিনিট চেক করার নিয়ম, বাংলালিংক ব্যালেন্স চেক কোড, বাংলালিংক মিনিট চেক করে কিভাবে, বাংলালিংক মিনিট অফার, অ্যাপ ব্যবহার করে মিনিট চেক করার উপায়, বাংলালিংক মিনিট বের করার কোড, মেসেজের মাধ্যমে মিনিট চেক এ সম্পর্ক গুলো আপনারা জানতে পারবেন। আর বেশি কথা না বলে চলের শুরু করা যাক।

banglalink minute check

বাংলালিংক মিনিট চেক করার নিয়ম

বাংলালিংক সিমে বেশ কিছু নিয়মে মিনিট চেক করা যায়। আপনারা আপনাদের বাংলালিংক সিমের অ্যাপসের মাধ্যমে মিনিট চেক করতে পারবেন অথবা ইউএসডি  কোড ডায়াল করে চেক করতে পারবেন। এর মধ্যে সবচেয়ে সহজ হল ইউএসডি কোড ডায়াল করে মিনিট চেক করা।

আপনারা যদি ইউএসডি কোড ডায়াল করে আপনার বাংলালিংক সিমের মিনিট চেক / banglalink minute check করতে চান তাহলে আপনাকে অবশ্যই এসডি কোড টা জানতে হবে কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে যারা ডিউটি করতে জানেন না সেজন্য এই কোডের মাধ্যমে মিনিট চেক করতে পারেন না সেজন্য তারা সিম কোম্পানি অ্যাপস এর মাধ্যমে মিনিট চেক করে দেন। আজকে এয়ারটেলের অবশ্যই আপনি পড়তেছেন ইএসডি কোড বা ডায়াল প্যাড আনার জন্য এবং বিভিন্ন নিয়মে তাহলে আমরা বেশি দেরি না করে বলে দেই  কোডটা কি?

আপনি ইউএসডি কোডের মাধ্যমে করতে হলে আপনাকে ডাল প্যাডে ডায়াল করতে হবে |banglalink minute check code| *121*100#।

এই গোটা ডায়াল করার মাধ্যমে আপনি খুব সহজে আপনার বাংলালিংক সিমের মিনিটটি চেক|banglalink minute check করতে পারবেন।

তাই আমাদের দরকার সবার এই ইউএসডি কোড টা মনে রাখার কারণ সব সময় সবার কাছে যে এন্ড্রয়েড ফোন থাকবে তার কোন গ্যারান্টি আমরা দিতে পারি না অনেকের কাছে আছে যারা বাটন ফোন ব্যবহার করে থাকেন তাদের জন্য এই ইউএসডি কোডটা মনে রাখা অনেক দরকার কারণ তারা অনেকেই আছেন যারা মিনিট কিনেন এবং তা চেক করতে চান। কিন্তু একটু চেক করার জন্য আরো কিছু বিষয় আপনাকে গুরুত্ব সহকারে দেখতে হবে।

এই ইউএসটি কোড টা অবশ্যই আপনার সিমে ডায়াল করতে হবে এই ইউএসডি কোড টা আপনার ডায়াল করে শুধু মিনিট দেখতে পারবেন আমি মিনিটের মেয়াদও দেখতে পারবেন ।

এটি ব্যবহার করে বাটন অথবা অ্যান্ড্রয়েড  মোবাইল দিয়ে করতে পারবেন। কিন্তু এন্ড্রয়েড ফোন ইউজাররা তাদের মোবাইল অ্যাপসের মাধ্যমে আমি চেক করতে পারবেন এবং অসাধারণ কিছু অফার উপভোগ করতে পারবেন।

banglalink minute check

অ্যাপ ব্যবহার করে মিনিট চেক করার উপায়/ Banglalink Minute Check Code

এন্ড্রয়েড ফোনে আপনি অ্যাপসের মাধ্যমে যদি বাংলালিংক সিমের মিনিট চেক |banglalink minute check করতে চান তাহলে অবশ্যই আপনাকে আগে আপনার কাঙ্ক্ষিত সিম কোম্পানির অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড দিতে হবে তারপর ইন্সটল করে আপনার ফোন নাম্বার দিয়ে লগ ইন করে তারপর আপনার মিনিটটি দেখতে পারবেন এর জন্য যে প্রসেস গুলো আপনাকে করতে হবে। প্রথমে আপনাকে আপনার প্লে স্টোরটি ওপেন করতে হবে।

তারপর আপনার প্লে স্টোরে সার্চ বাড়ে বাংলালিংক সার্চ দিলে আপনার অ্যাপসটি প্রথমে শো করবে। তা ডাউনলোড এবং ইন্সটল হওয়ার পর যথাযথ আপনাকে তা ওপেন করতে হবে এবং আপনার বাংলালিংক নাম্বারটি দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে যদি আপনার আগে থেকে কোন একাউন্ট না থাকে যদি থাকে তাহলে শুধু লগইন করতে হবে। আপনার বাংলালিংক নাম্বারটি দিলে আপনার ফোনে একটি কোড আসবে কোডটা বসিয়ে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন এরপর আপনার এপ্স এর ভিতরে প্রবেশ করবেন।

সহজে আপনার সিমের ব্যালেন্স থেকে শুরু করে যাবে তো সবকিছু দেখতে পারবে যেমন মিনিট চেক করতে পারবেন ব্যালেন্স চেক করতে পারবেন মিনিটের অফার গুলো দেখতে পারবেন ডাটা এর অফার গুলো দেখতে পারবেন এবং খুব সহজেই ইন্টারনেট প্যাকেজ মিনিট প্যাকেজ কিনতে পারবেন।

আরো পড়ুন:

বাংলালিংক মিনিট বের করার কোড

বাংলালিংক সিমে মিনিট চেক |banglalink minute ছেচক করার কোড  হলো *121*100#

banglalink minute check

মেসেজের মাধ্যমে মিনিট চেক

আপনার ফোনের ডায়ালপ্যাডে *121*100*1*1# ইউএসডি কোডটব ডায়াল করলে আপনার ফোনে সরাসরি মেসেজ চলে আসবে এই মেসেজে আপনি আপনার সিমে কত মিনিট আছে তা দেখতে পারবেন এবং মিনিটের মেয়াদ কত দিন বা কোনদিন আপনার এই মিনিটটি শেষ হবে তাও দেখতে পারবেন। এই মেসেজ বা এই ডায়াল করলে আপনার কোন টাকা কাটবে না।

এখন আমরা বাংলালিংক চিনবে কিছু আরো বিষয় জেনে নেই যেমন কিভাবে আপনার বাংলায় সিমে ইউএসডি কোড ডায়াল করে ব্যালেন্স চেক করবেন এবং কিভাবে আপনারা ইউএসডি কোড ডায়াল করে banglalink সিমে মিনিট কিনবেন।

বাংলালিংক ব্যালেন্স চেক কোড

বাংলালিংক সিমে সাধারণত আমরা ব্যালেন্স চেক করার জন্য আমাদের যে মোবাইল অ্যাপসটি বা এন্ড্রয়েড অ্যাপসটি আছে তার মাধ্যমে আমরা আমাদের ব্যালেন্সটি চেক করে থাকি সাধারণত। কিন্তু আমাদের সবার কাছে এন্ড্রয়েড ফোন থাকে না বাংলাদেশের অনেক মানুষ আছে যারা এখনো বাটন ফল চালায় বা তারা এখনো অ্যান্ড্রয়েড ফোন কিনে নি তারা জানে না কিভাবে মোবাইল ফোনে ব্যালেন্স চেক করতে হয় তারা অনেকদিন ধরেই এই মোবাইলটি ব্যবহার করে কিন্তু তারা এই সম্পর্কে ধারণা রাখে না যে কিভাবে তারা তাদের সিমে ব্যালেন্সটি চেক করবে ইউএসডি কোডের মাধ্যমে। অনেকে আছে যারা জানেন কিন্তু অনেকে আছে যে ইউএসডি করতেই জানেন না এবং অনেকে আছে যারা অন্যদের মাধ্যমে বা অন্য কোন এই করতে ডায়াল করে তাদের কাছে শুনে নেন যে তার ফোনে কত টাকা আছে।

এ সমস্যা সমাধানের জন্য আপনারা এই ইউএসডি কোড টা মনে রাখলেই আর অন্য কারো কাছে যেতে হবে না বাংলালিংক সিমের ব্যালেন্স চেক করার ইউএসডি কোডটি হল *124#।

এই কোডটি আপনার ফোনের ডায়াল প্যাডে ডায়াল করার মাধ্যমে খুব সহজে আপনার বাংলালিংক সিমের ব্যালেন্সটি চেক করতে পারবেন। সেজন্য অবশ্যই আপনার ফোনের ডালপেটে ওপেন করে এই ইউএসডি কোড টি টাইপ করে কল বাটনে ক্লিক করলেই খুব সহজে আপনার বাংলালিংক সিমের ব্যালেন্সটি দেখতে পারবেন।

banglalink minute check

বাংলালিংক মিনিট অফার

আপনার বাংলালিংকে যেভাবে মিনিট চেক করতে পারেন সেটা সম্পর্কে আমরা উপরে দেখলাম কিন্তু এখন কথা বলা যায় বাংলালিংক সিমের মিনিট অফার চেক করার নিয়ম। আপনারা যারা অ্যান্ড্রয়েড ইউজার আছে তারা অবশ্যই আপনাদের কাঙ্খিত অপারেটরের যে অ্যাপসটি আছে তার মাধ্যমে খুব সহজে আপনার বাংলালিংক এর মিনিটের অফার গুলো দেখতে পারবেন।

যাদের এন্ড্রয়েড ফোন নেই তারা কিভাবে দেখবেন অনেকের মনে এই প্রশ্নটা আসছে তাদের কিছুই করতে হবে না একটি সাধারণ বা  একটি  সহজ পদ্ধতিতে বা আপনার ডায়াল প্যাড এ  একটি ইউএসডি কোড টাইপ করার মাধ্যমে আপনি আপনার মিনিটের অফার গুলো চেক করতে পারবেন। এখন কথা হলো যে মিনিট চেক করার ইউএসডি কোড জানলেন  কিন্তু অফার দেখার জন্য কি ইউএসডি কোড টাইপ করতে হবে।

আপনার বাংলালিংক সিমের মিনিট অফার চেক /banglalink minute check করার ইউএসডি করতে হলো *1100#

এই করতে আপনার ডায়াল প্যাডে টাইপ করে বাটনে ক্লিক করলে খুব সহজে আপনার সিমের মিনিটের অফার গুলো আপনি চেক করতে পারবেন।

আমি আবারও বলে দেই আজকের আর্টিকেলটি পড়ে আপনারা banglalink minute check,banglalink minute check code,বাংলালিংক মিনিট চেক কোড ২০২৪,banglalink minute check code,banglalink minute check code free,Banglalink minute code,বাংলালিংক মিনিট কেনার নিয়ম, বাংলালিংক মিনিট চেক করার নিয়ম, বাংলালিংক ব্যালেন্স চেক কোড, বাংলালিংক মিনিট চেক করে কিভাবে, বাংলালিংক মিনিট অফার, অ্যাপ ব্যবহার করে মিনিট চেক করার উপায়, বাংলালিংক মিনিট বের করার কোড, মেসেজের মাধ্যমে মিনিট চেক এই সম্পর্কে জানতে পারলেন।

শেষ কথা আজকের আর্টিকেলটা যদি আপনার পছন্দ হয়ে থাকে। তাহলে অবশ্যই আপনার মতামত যে কমেন্ট বক্সে জানাবেন।আর এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়ার মাধ্যমে আপনি এই সম্পর্কে জানতে পারলে। আপনার এই আর্টিকেলটা পরিচিত আপনার কোন হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের বাকিটি আর্টিকেলগুলো আছে অবশ্যই একবার হলেও ভিজিট করে আসবেন এবং কোন ভুল ত্রুটি হলে কমেন্টে জানাবেন এবং কোন আর্টিকেল বা কোন দরকার হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন।

আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদেরকে ইমেইল করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিলে খুব দ্রুতই আপনার সাথে যোগাযোগ করব আমরা ।আমরা বাংলাদেশের বিভিন্ন নিউজ এবং টেক, এডুকেশন নিউজ এবং এডুকেশন সম্পর্কে বিভিন্ন ধরনের আর্টিকেল দিয়ে থাকি।  সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker